মুন্সীগঞ্জে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, এসপির কাছে হস্তান্তর
মুন্সীগঞ্জ সদর থানা থেকে গত ৫ আগস্ট লুট হওয়া ১৪০টি অস্ত্র ও তিন হাজার ৯৩৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারের পর এসব অস্ত্র ও গোলাবারুদ মুন্সীগঞ্জের পুলিশ সুপারের (এসপি) কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এ সময় উদ্ধার হওয়া বিভিন্ন সরকারি সরঞ্জামও হস্তান্তর করা হয়।
আজ রোববার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে সার্কিট হাউজে লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন মুন্সীগঞ্জের এসপি মোহাম্মদ আসলাম খানের কাছে হস্তান্তর করেন।
বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর অধীনে গত ৫ আগস্ট থেকে মুন্সীগঞ্জে টহল পরিচালনা করে সেনাবাহিনী। এ সময় থানা থেকে লুট হওয়া বিভিন্ন প্রকার ১৪০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া তিন হাজার ৯৩৪ রাউন্ড গোলাবারুদ, সরকারি সরঞ্জাম এবং নগদ এক লাখ ৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয় বলে জানায় মুন্সীগঞ্জের সেনাবাহিনী ক্যাম্প।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারত চলে যান শেখ হাসিনা। এরপর মুন্সীগঞ্জ সদর থানায় হামলা করে আগুন ধরিয়ে দেয় দুস্কৃতকারীরা। এ সময় থানায় থাকা বিপুল অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়।