আন্দোলনে গুলিবিদ্ধ দুই ছাত্র সফল অস্ত্রোপচারে শঙ্কামুক্ত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার মিরপুরে গুলিবিদ্ধ রাফি হোসেন (১৪) ও মিরপুর কলেজের ছাত্র মমিন হোসেনের (২৩) অস্ত্রোপচার হয়েছে। আজ সোমবার (২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সেখানে বলা হয়েছে, এখন ওই দুই ছাত্র শঙ্কামুক্ত।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুরে গত ১৯ জুলাই ডান কাঁধে গুলিবদ্ধ হন তাহের মোক্তার হোসেনের ছেলে মো. রাফি হোসেন। এতে তার ডান কাঁধের হাড় ও ধমনী ক্ষতিগ্রস্ত হয়। পরে তাকে জরুরি ভিত্তিতে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে অপারেশন করা হয়। পরবর্তীতে কিছু জটিলতা দেখা দিলে হৃদরোগ ইনিস্টিউট ও ঢাকা সিএমএইচয়ের চিকিৎসকদের আলোচনার ভিত্তিতে তাকে গতকাল রোববার দিনগত রাতে ঢাকা সিএমএইচ-এ নেওয়া হয় এবং দ্রুততার সঙ্গে ৬ ঘন্টা সময় ধরে সিএমএইচের ভাস্কুলার টিম সফলভাবে কৃত্রিম রক্তনালী সংযোজনের মাধ্যমে অস্ত্রপ্রচার করে। বর্তমানে রাফি শঙ্কামুক্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই দিন গুলিবিদ্ধ হন মিরপুর কলেজের ছাত্র মমিন হোসেন (২৩)। সে হারুন মিয়ার ছেলে। গুলিটি তার মেরুদণ্ডের পিছনে আটকে যায়। পরবর্তীতে ২০ আগস্ট তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। ল্যাপারস্কপির মাধ্যমে ২৫ আগস্ট অপারেশন করে গুলি বের করা হয়। বর্তমানে মমিন হোসেন ভালো আছেন।