ঢাকার মহানগর পিপির নিয়োগ বাতিলে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ
ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর হিসেবে সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজীর নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা। আজ বুধবার (২৮ আগস্ট) ঢাকা আইনজীবী সমিতির সামনে বিক্ষোভ সমাবেশ করেন আইনজীবীরা।
এ সময় বক্তারা বলেন, সমাজী আওয়ামী লীগ সরকারের ‘প্রেতাত্মা’। আওয়ামী লীগের নেতাকর্মীদের সুবিধা দেওয়ার জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে, গত ২৭ আগস্ট আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ডেপুটি-সলিসিটর মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।
বুধবার সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর দুপুরে বিএনপিপন্থি আইনজীবীরা ‘সাধারণ আইনজীবী’র ব্যানারে ঢাকা আইনজীবী সমিতির সামনে নিয়োগ বাতিল চেয়ে বিক্ষোভ সমাবেশ করেন। নিয়োগ বাতিলের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান।
সমাবেশে ঢাকা আইনজীবী সমিতির বিএনপি দলীয় সাবেক সভাপতি বোরহান উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী নেতৃত্বে দেন।
তারা জানান, গত তত্ত্বাবধায়ক সরকারের সময় এহসানুল হক সমাজী দুই বছর ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করেছিলেন। এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাকে সরিয়ে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর নিয়োগ পান অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু। তিনি ১৫ বছর এই দায়িত্বে ছিলেন।