শ্রম পরিস্থিতির উন্নয়নে পর্যবেক্ষণ কমিটি
শ্রম পরিস্থিতির উন্নয়ন ও শ্রম অসন্তোষ নিরসনের লক্ষ্যে 'শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি' নামে একটি গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে শ্রমিক ও শ্রমিক সংগঠনগুলোকে তাদের যেকোনো অভিযোগ পেশ করতে পারবেন। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে শ্রমিক অসন্তোষ শিগগিরই দূর হয়ে কারখানাগুলোতে সুস্থ পরিবেশ ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, “সাভারের আশুলিয়ায় পোশাক কারখানাগুলোতে যে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার সকালের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।”
শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধে কারখানাগুলোর আবেদনে ব্যাংকগুলোকে দ্রুত অর্থ ছাড়ের নির্দেশনা দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকেও সরকারের পক্ষ থেকে তাগাদা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা।