এফবিসিসিআইয়ের প্রশাসকের দায়িত্ব নিলেন হাফিজুর রহমান
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে হাফিজুর রহমান দায়িত্ব গ্রহণ করেন। এ সময় এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের সদস্য ও এফবিসিসিআই সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে ট্রেড অর্গানাইজেশন অ্যাক্ট ২০২২-এর ধারা ১৭-এর অধীনে মো. হাফিজুর রহমানকে এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে প্রশাসক নিয়োগসংক্রান্ত আদেশ জারি করা হয়। এতে বলা হয়, প্রশাসক মো. হাফিজুর রহমান ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।
এর আগে মাহবুবুল আলম স্বাস্থ্যগত কারণে এফবিসিসিআইয়ের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।