ছাত্রদের ওপর ‘গুলি চালানো’ সাবেক উপজেলা চেয়ারম্যান খাইরুল গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নেত্রকোনায় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী সাবেক উপজেলা চেয়ারম্যান খাইরুল কবির খোকনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কল্যাণপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৪ আগস্ট নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী সাবেক উপজেলা চেয়ারম্যান খাইরুল কবির খোকনকে ঢাকার কল্যাণপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।