শহীদেরা জাতীয় বীর, কোনো দলের সম্পত্তি বানাতে চাই না : জামায়াত আমির
ঐক্যের মাধ্যমে যে পরিবর্তন এসেছে যেকোনো মূল্যে স্বৈরশাসনের বিরুদ্ধে এ ঐক্য ধরে রাখতে হবে। যে স্বৈরশাসকের বিরুদ্ধে আমাদের আন্দোলন হয়েছে, কোনো অবস্থায় এ রকম একটি স্বৈরশাসক যেন আর কখনো বাংলাদেশে ফিরে না আসে তারজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েচেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলে শহীদ স্মৃতি পৌর উদ্যানে মতবিনিময় সভায় এ আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা সাড়ে ১৫ বছর আগে যে আন্দোলন সুচনা করেছিলাম তার পরিসমাপ্তি টেনেছে ছাত্র-যুবসমাজ-জনতা। আন্দোলনে কোনো দলমত নাই। এখানে সব ধর্মের মানুষ অংশগ্রহণ করেছে, মারা গেছে। শহীদদের আমরা কোনো দলের সম্পত্তি বানাতে চাই না। শহীদরা একেকজন জাতীয় বীর।’
‘শেখ হাসিনার নির্দেশে ঢাকার পল্টনসহ সারা দেশে লগি-বৈঠা নিয়ে শত মানুষ হত্যা করা হয়েছিল’ দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, ‘আঘাত আসে জামায়াতের ইসলামীর উপরও। এ দেশের মানুষ জানে জামায়াত ভাঙবে কিন্তু মচকাবে না। অন্যায়ের কাছে মাথা নত করবে না।’
টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনা এবং আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, ড. খলিলুর রহমান মাদানী প্রমুখ।