সেনা কর্মকর্তা তানজীমের মরদেহ টাঙ্গাইলে সামরিক কায়দায় দাফন
কক্সবাজারে চকরিয়ায় সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের হাতে নিহত সেনা কর্মকর্তা তানজীম সারোয়ার নির্জনের মরদেহ সামরিক কায়দায় টাঙ্গাইলে দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পৌর এলাকা করের বেতকা গ্রামে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে বাদ আসর স্থানীয় বোয়ালি মাদ্রাসা মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় জিওসি ১৯ পদাদিক ডিভিশন ও এরিয়া সদর দপ্তর ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মোহাম্মদ মাসীহুর রহমান ও ৯৮ সংমিশ্রিত ব্রিগেড কমান্ডারসহ সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আত্মীয়স্বজন ও স্থানীয় সর্বস্তরের মানুষ জানাজা নামাজের অংশ নেন।
বিকেল সাড়ে ৩টার দিকে সেনাকর্মকর্তা তানজীম সরোয়ার নির্জনের মরদেহ হেলিকপ্টারে টাঙ্গাইলে পৌঁছায়। জেলা সদরে সার্কিট হাউজের সামনে হেলিপ্যাডে মরদেহ পৌঁছালে সেনাবাহিনীর সদস্যরা মরদেহ গ্রহণ করেন। এরপর তারা নির্জনের মরদেহ পৌর এলাকা করের বেতকা গ্রামে বাড়িতে নিয়ে যায়।
নির্জনের প্রতিবেশী ও স্বজনরা জানায়, নির্জন মেধাবী ছাত্র ছিলেন। খুবই শান্ত স্বভাবের এই ছেলেকে কখনো কারও সঙ্গে খারাপ আচরণ করতে দেখা যায়নি।
নিহত নির্জনের বাবা সরোয়ার জাহান জানান, ভোর ৬টার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের বিষয়টি জানানো হয়। ছেলের এমন খবরে আমরা হতবিহ্বল হয়ে পড়ি। নির্জনের মা খবরটি শোনার পর থেকে জ্ঞান হারিয়ে ফেলছে বারবার। তিনি এ ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেন। দুই ভাই বোনের মধ্যে তানজীম সরোয়ারের নির্জন ছিলেন ছোট।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) জানায়, সোমবার রাত আনুমানিক ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার অন্তর্গত ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে যায়। পরে রাত ৪টার দিকে মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় সাত থেকে আট সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন।
এ সময় ডাকাত দলের সদস্যরা নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করে। প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিক উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।