ভারতে পালাতে গিয়ে নওগাঁয় আটক চট্টগ্রামের ছাত্রলীগনেতা
নওগাঁর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালানোর জন্য আত্মীয়বাড়ি এসে আব্দুল্লাহ আল আহসান (২৪) নামে চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতা যৌথ বাহিনীর হাতে আটক হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতে মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের দাওপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আব্দুল্লাহ আল আহসান চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট বাড়ইপাড়ার নুরুল ইসলামের ছেলে। তিনি চান্দগাঁও ৬নং পূর্ব ষোলশহরের ওমর আলী রোডে বসবাস করেন।
আব্দুল্লাহ আল আহসান চান্দগাঁও থানা ছাত্রলীগের সহসভাপতি। প্রাথমিকভাবে তিনি স্বীকার করছেন যে, তাঁর বিরুদ্ধে এলাকায় তিনটি মামলা রয়েছে।
এ ব্যাপারে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী বলেন, ‘স্থানীয়দের সংবাদের মাধ্যমে উপজেলার হাতুড় ইউনিয়নের দাওপাড়া এলাকা থেকে চট্টগ্রামের ছাত্রলীগনেতা ও বেশ কয়েকটি মামলার পলাতক আসামি ভারতে পালিয়ে যেতে পারে—এমন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাঁকে আটক করে।’
ওসি আরোও বলেন, ‘আটক আব্দুল্লাহ আল আহসান চান্দগাঁও থানার তিনটি মামলার এজাহার নামীয় আসামি। তাঁর বিরুদ্ধে হত্যাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাধা দেওয়ার অভিযোগে মামলা রয়েছে। তাঁকে আজ বৃহস্পতিবার দুপুরের পর আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।’