ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী ময়মনসিংহ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/09/30/chatrolig_lider_arrest.jpg)
ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি নওশাদ আহমেদ অনি র্যাবের হেফাজতে। ছবি : এনটিভি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী ছাত্রলীগনেতা নওশাদ আহমেদ অনিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি নওশাদ আহমেদ অনির গুলিবর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে র্যাব আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে কার্যক্রম শুরু করে। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার অনির বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালি থানায় মামলা রয়েছে। মামলা নম্বর ৪০। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।