গাজীপুরে ৯৮ শতাংশ পোশাক কারখানায় উৎপাদন স্বাভাবিক
গাজীপুরে শতকরা ৯৮ ভাগ পোশাক কারখানায় উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলছে। আজ মঙ্গলবার (১ অক্টোবর) সকাল থেকে কারখানাগুলোতে পোশাককর্মীদের যোগ দিতে দেখা গেছে।
মাসের প্রথম দিন চাকরিপ্রত্যাশীরা তাদের কাগজপত্র নিয়ে কারখানাগুলোর সামনে ভিড় করেছেন। সচল কারখানাগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিকদের দাবিদাওয়া মেনে নেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনায় বেশ কয়েকটি কারখানা এখনও বন্ধ রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানিয়েছেন, গাজীপুর জেলায় আজ পাঁচটি কারখানা বন্ধ আছে। এর মধ্যে চারটি কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া একটি কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় জানায়, পুরো জেলায় সব মিলিয়ে নিবন্ধিত কারখানা রয়েছে দুই হাজার ৬৩৩টি। এর বাইরে অনিবন্ধিত কারখানা আছে প্রায় ৪০০ থেকে ৫০০টি। এসব কারখানায় কাজ করেন প্রায় ২২ লাখ শ্রমিক।