ত্রাণ নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায় রংপুরবাসী
রিলিফ বা ত্রাণ চাই না, তিস্তাপারের মানুষজন বাঁচতে চাই ... এই স্লোগানে তিস্তা নদীর পাড়ে মানববন্ধন ও সমাবেশ করেছে তিস্তা অববাহিকা উন্নয়ন পরিষদ। আজ বুধবার (২ অক্টোবর) গংগাচড়া উপজেলার লক্ষ্মীকারী ইউনিয়নের মহিপুরে তিস্তা নদীর পাড়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানায় তারা। অন্যথায় গণআন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়।
সমাবেশের বক্তব্য দেন, লক্ষ্মীটারি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, উন্নয়ন পরিষদের সমন্বয়ক সজিব খান, স্থানীয় কৃষকনেতা মহব্বত আলী, সাংস্কৃতিককর্মী জিয়াউল আলম ফারুকী।
এই মানববন্ধনে তিস্তা নদী এলাকায় বসবাসকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও স্থানীয় কয়েকশ মানুষ যোগ দেয়।
বক্তারা বলেন, বরাবরই রংপুর অঞ্চল অবহেলিত ও বৈষম্যের শিকার। দক্ষিণাঞ্চলে বন্যা দেখা দিলে ব্যাপক হইচই করা হয়। অথচ প্রতি বছর কয়েক দফা বন্যা এবং নদী ভাঙনে তিস্তা পাড়ের মানুষজন নিঃস্ব হয়ে পড়ছে। ভিটেমাটি, জমিজমা হারিয়ে তারা পথে বসছে। প্রতি বছর শত শত কোটি টাকার সম্পদ ধ্বংস হলেও দেখার কেউ নেই। এই বৈষম্য অবহেলা দূর করতে হবে। তিস্তা পাড়ের মানুষকে বাঁচাতে হবে, গড়ে তুলতে হবে স্থায়ী বসবাস উপযোগী উন্নয়ন।
বক্তারা আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ভারতকে খুশি রাখতে গিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেনি। এর ফলে প্রতি বছর তিস্তা পাড়ের হাজার হাজার মানুষ বন্যা ও নদী ভাঙনের শিকার হয়ে সবকিছু হারিয়ে নিঃস্ব হচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা না হলে রংপুর অঞ্চল থেকে গণআন্দোলনের ডাক দেওয়া হবে।