অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছি, তাদেরও সে ইচ্ছা থাকতে হবে : মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এখন পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছি। আগামী দিনেও এই সহযোগিতা করে যাওয়ার ইচ্ছে আমাদের আছে। কিন্তু সেই ইচ্ছেসরকারেরও থাকতে হবে। আজ বুধবার (২ অক্টোবর) বিকেলে নরসিংদী পৌর ঈদগাহ মাঠে খেলাফত মজলিস জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, শেখ হাসিনা ও তাঁর দোসররা এ দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছেন। এ দেশের মানুষের বাকস্বাধীনতা ও ভোটের অধিকার ছিনতাই করে দেশে একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদ কায়েম করেছিলেন। আল্লাহর সাহায্যে বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে।
বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুন নূরের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লমা ইসমাইল নূরপুরী।
মামুনুল হক বলেন, এ দেশের মেধাবী শিক্ষার্থীদের শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলেছেন। মুক্তিযুদ্ধে এ দেশের লাখো মানুষ শহীদ হয়েছেন। কিন্তু শেখ হাসিনার পরিবারের কেউ মুক্তিযুদ্ধ করেননি বা শহীদ হননি। অথচ তিনি ১৫ বছর ধরে একাত্তরের চেতনার কথা বলে পুরো দেশ ও দেশের মানুষকে বিভক্ত করে গেছেন।
অন্তর্বতীকালীন সরকারের উদ্দেশে মামুনুল হক বলেন, ঠান্ডা মাথায় আমরা কথা বলছি, আমাদের ভাষা বুঝবার চেষ্টা করেন। সমকামিতা ও অসভ্যতার নোংরামি এই বাংলাদেশে বরদাশত করা হবে না। প্রয়োজনে আবার রক্ত দেব, আবার শহীদ হব।
গণসমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও তাফাজ্জল হক মিয়াজী প্রমুখ।