প্রশাসনকে বিতর্কিত করতে ভুয়া সংবাদ প্রকাশ করা হচ্ছে : জনপ্রশাসন সচিব
জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে কোটি টাকার লেনদেন নিয়ে দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত সংবাদটিকে ফেইক (ভুয়া) ষড়যন্ত্র ও চক্রান্তমূলক বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেছুর রহমান। তিনি বলেন, ‘আমাকে ও প্রশাসনকে জড়িয়ে যে খবর বের হয়েছে সেটার সত্যতা নেই। আমি এই নিউজকে আমলে নিচ্ছি না’।
আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, ‘ফোনের যে স্ক্রিনশট বের হয়েছে সেটা আই ফোনের। আমার ফোন স্যামসাং। আমি গরীবের সন্তান। আমার ফোন একটাই। আমি সরকারি ফোনও ব্যবহার করি না।
জনপ্রশাসন সচিব আরও বলেন, ‘আমি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ার লক্ষ্যে কাজ করছি। আমার এ কাজ চলমান থাকবে। প্রশাসনকে বিতর্কিত করার জন্য এমন ফেইক নিউজ হতে পারে।’