ময়মনসিংহ মটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ মটর মালিক সমিতির মহাসচিব ও আওয়ামী লীগনেতা মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে র্যাব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার দিনগত রাতে নগরের সানকিপারা এলাকায় অভিযান চালিয়ে মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাহবুবুর রহমান একই এলাকার বাসিন্দা। তিনি মহানগর আ.লীগের কমিটির সদস্য।
এ বিষয়ে ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, গত ৪ আগস্ট সারা দেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে ময়মনসিংহের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও আন্দোলনে অংশগ্রহণ করেন। এদিন আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলাকারী হিসেবে মাহবুবুর রহমান জড়িত। এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়। তাকে গ্রেপ্তার করতে গোয়েন্দা নজরদারি করে আসছিল র্যাব। বুধবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার সামসুজ্জামান বলেন, গ্রেপ্তার মাহবুবুর রহমানকে কোতোয়ালি মডেল থানায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।