সাভারে সাবেক এমপি সাইফুলসহ ৪৩২ জনের বিরুদ্ধে মামলা
সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে আবুল হোসেন (৩৩) নামে এক তৈরি পোশাক কারখানার শ্রমিককে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য (এমপি) মুহাম্মদ সাইফুল ইসলামসহ ৪৩২ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে। আজ সোমবার (৭ অক্টোবর) সকালে আশুলিয়া থানায় এ মামলাটি করেন নিহতের স্ত্রী লাকি আক্তার।
নিহত আবুল হোসেন কুমিল্লা জেলার মুরাদনগর থানার ফুলঘর গ্রামের মনি মিয়ার ছেলে। তিনি তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। তিনি জানান, আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা হাঙ্গামা, মারধর ও গুলি করে গুরুতর জখমসহ হত্যা ও হত্যাকাণ্ড সংঘটনে হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে রক্তক্ষয়ী অধ্যায়ের মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওই দিন বিজয় মিছিল নিয়ে থানার দিকে অগ্রসর হলে বাইপাইল মোড়ে গুলিবিদ্ধ হন আবুল হোসেন। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে তাকে আশুলিয়ার আমতলা বুড়ি বাজারে দাফন করা হয়।
লাকি আক্তার জানান, প্রথমে মামলাটি পুলিশ নেয়নি। পরে তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আশুলিয়ার আমলি আদালতে মামলা করলে আদালতের নির্দেশে পুলিশ সিআর মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করে।