পলাতক পুলিশ সদস্যদের ধরতে সহযোগিতা চান ডিএমপি কমিশনার
চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন দমাতে যেসব পুলিশ সদস্য নানা ভূমিকা রেখেছেন এবং গত ৫ আগস্টের পর কর্মস্থলে যোগ না দিয়ে গা ঢাকা দিয়েছেন, তাদের ধরতে আমজনতার সহযোগিতা চাইলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান।
আজ মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘অনেকে হয়তো আত্মগোপনে থেকে এদিক সেদিক পালিয়ে গেছেন। আমরা চাই সমাজের সব স্তরের মানুষ আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবে। তারা কোথায় আছে। আমরা চেষ্টা করব আপনারাও আমাদের সহযোগিতা করুন।’
ডিএমপি কমিশনার বলেন, গত ৫ আগস্ট রাজধানীর বিভিন্ন থানায় যেসব ঘটনা ঘটেছে এবং যেসব পুলিশ সদস্যরা নিহত হয়েছেন, এসব ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে, আরও মামলা হবে।
ডিএমপি কমিশনার আরও বলেন, ঢাকার যাত্রাবাড়ী এবং উত্তরা পূর্ব থানায় যেসব ঘটনা ঘটেছে এগুলোতে পুলিশ কেস হয়েছে। অন্যান্য কেস রুজু হওয়ার অপেক্ষায় আছে।
পুলিশ এখনও ভালোভাবে কাজ শুরু করতে পারেনি কেন, এমন প্রশ্নের জবাবে কমিশনার মো. মাইনুল হাসান বলেন, ‘পুলিশ কর্মবিরতিতে ছিল কিন্তু আবার কাজ শুরু করেছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে আমাদের ওপর অর্পিত দায়িত্ব দৃঢ় মনোবল নিয়ে আমরা পালন করব। এতে কোনো ব্যত্যয় ঘটবে না।’
এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়া বাংলাদেশ পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।