সাবেক হুইপ মাহাবুব আরা গিনি ফের কারাগারে
গাইবান্ধা দলীয় কার্যালয়ে ককটেল সদৃশ্য বস্তুর বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির করা মামলায় সাবেক হুইপ ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা গিনিকে ফের জেলহাজতে পাঠিয়েছেন আদালত। জেলা কারাগার থেকে তাঁকে আজ বুধবার (৯ অক্টোবর) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রাষ্ট্রপক্ষ ১০ দিনের রিমান্ডসহ জামিন না-মঞ্জুরের আবেদন করে।
অপর দিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড না-মঞ্জুরসহ জামিনের আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড না-মঞ্জুর ও জামিন শুনানি স্থগিত রেখে মাহাবুব আরা বেগম গিনিকে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিএনপির মামলায় উল্লেখ করা হয়, গত ২৪ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় সাবেক হুইপ গিনির নির্দেশে জেলা বিএনপির কার্যালয়ে ককটেল সদৃশ্য বস্তুর বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়। এ ব্যাপারে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. আব্দুল হাই গত ২৬ আগস্ট সদর থানায় একটি মামলা করেন। মামলায় সাবেক হুইপ মাহাবুব আরা গিনিসহ ১১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২৫০ জনকে আসামি করা হয়।
মাহাবুব আরা বেগম গিনিকে গত ১ অক্টোবর ঢাকার ধানমণ্ডির নিজ বাসা থেকে একটি হত্যা মামলায় গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। এরপর আদালতে উপস্থাপন করে রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিন দিনের রিমান্ড শেষে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় আদালতে হাজিরের উদ্দেশে গতকাল মঙ্গলবার গাইবান্ধা জেলা কারাগারে আনা হয়।