কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় অপরজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন জেলার সদর দক্ষিণ উপজেলার তারাপুস্করনী গ্রামের সহিদ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৫) এবং একই উপজেলার জয়নগর এলাকার বাবুল মিয়ার ছেলে মো. সাগর (২২)।
তথ্যটি সন্ধ্যায় নিশ্চিত করেছেন মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন।
প্রত্যক্ষদর্শীর বর্ণনা দিয়ে ওসি বলেন, আজ বিকেলে দেলোয়ার হোসেনসহ তিনজন মোটরসাইকেল যোগে চৌদ্দগ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় তাদের মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে ছিল। হঠাৎ মহাসড়কের লালবাগ এলাকায় পৌঁছালে আরোহীরা চলন্ত একটি গাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে তিন আরোহী চিটকে মহাসড়কের উপর পড়ে। ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন মারা যান। গুরুতর আহত অবস্থায় দুজনকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রুবেল বলেন, গুরুতর আহত অবস্থায় সাগর ও রায়হানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যু হয়। রায়হানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।