অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৬ বাংলাদেশি আটক
অবৈধভাবে পঞ্চগড় সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের সময় সীমান্ত এলাকা থেকে ছয়জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে পঞ্চগড় জেলার সদর উপজেলার হরিভাষা ইউনিয়নের ঘাগড়া বিওপির গোয়ালপাড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ডাবরী জিনেস্বরী গ্রামের গনেশ রায় (৪৩), ববিতা রায় (৩৬), দৃশ্য রায় (১০), দেবেন্দ্র রায় (২২), জয়ন্ত রায় (১৯) এবং মাহানপুর গ্রামের রিপন রায় (১৯)।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভারতে অনুপ্রবেশের উদ্দেশে দিনাজপুরের দালাল চক্রকে নগদ এক লাখ টাকা দিয়ে দালাল চক্রের মাধ্যমে তারা সীমান্তবর্তী এলাকায় আসে। এ ঘটনায় দালাল চক্রকে আটকের চেষ্টা চলছে বলেও জানায় বিজিবি।
বিজিবির প্রেস বিজ্ঞোপ্তিতে জানানো হয়েছে, ঠাকুরগাঁও সেক্টরের নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের প্রতিরোধ ও আইনের আওতায় আনতে তৎপর রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পঞ্চগড় জেলার সদরের হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ গোয়ালপাড়া সীমান্তের ৭৪৯ মেইন পিলারের ২০ সাব টিলার এলাকার গোয়ালপাড়া দিয়ে রাতে বাংলাদেশি কয়েকজন নাগরিক অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘাগড়া বিওপির আভিযানিক দল অভিযান পরিচালনা করে ছয় বাংলাদেশিকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।’