নানা আয়োজনে নোয়াখালীতে নিরাপদ সড়ক দিবস পালিত
‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এ স্লোগান নিয়ে নোয়াখালীতে গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) পালিত হয়েছে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’। এদিন শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিআরটিএ, নোয়াখালী সার্কেলের উদ্যোগে বিআরটিসি কার্যালয়ের সম্মেলন কক্ষে সোনাপুরে মাইজদী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিরা অংশ নেন।
সেমিনারে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার সেটু কুমার বড়ুয়া, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) সিরাজ উদ দৌলা, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. মো. সোহরাব হোসেন।
বিআরটিএ, নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী আতিকুর রহমানের সার্বিক তত্বাবধানে উক্ত সেমিনার ও আলোচনা সভায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন অত্র কার্যালয়ে কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা সুজিত রায়, মোটরযান পরিদর্শক মাহবুব রাব্বানী।
প্রশিক্ষকরা শিক্ষার্থী, শিক্ষক ও অভিবাকদের সড়ক নিরাপত্তা সংক্রান্ত ট্রাফিক সিগনাল, পথচারী ও যাত্রীদের করণীয়, রাস্তা পারাপার ও গণপরিবহণে করণীয় প্রভৃতি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচলা করেন। এ ছাড়া সেমিনারে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এ বি এম আব্দুল আলিম, নিরাপদ সড়ক চাই, নোয়াখালী জেলার সভাপতি জনাব মো. নিজাম উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশনের সোনাপুর বিআরটিসির বাস ডিপোর প্রশিক্ষক মো. সিরাজুল ইসলাম ও দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার জেলা প্রতিনিধি মেজবাউল হক মিঠুসহ অভিভাবক প্রতিনিধিরা।
এ ছাড়া বিআরটিএ, নোয়াখালী সার্কেলের পক্ষ হতে সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনবহুল স্থানে গণসচেতনতামূলক স্টিকার ও লিফলেট বিতরণ করা হয় এবং দৃশ্যমান স্থানে পোস্টার ও ব্যানার লাগানো হয়েছে।
বিআরটিএ, নোয়াখালী সার্কেল কর্তৃক ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪’ উদযাপন উপলক্ষে নোয়াখালী জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্র, শিক্ষক ও অভিভাবকের সমন্বয়ে সেমিনার ও আলোচনা সভার কার্যক্রম চলমান আছে।
নিরপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএ, নোয়াখালী সার্কেল কর্তৃক জেলা তথ্য অফিস নোয়াখালীর সার্বিক সহযোগিতায় সড়কে সড়ক নিরাপত্তা সংক্রান্ত প্রচার কার্যক্রম চলমান আছে এবং এ কার্যক্রম সপ্তাহে দুদিন করে পরপর চার সপ্তাহ চলমান থাকবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, চালকদের অদক্ষতা ও অসচেতনতার কারণে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। তাই সড়ক দুর্ঘটনা রোধে চলাচলের পথ নিরাপদ করতে নিজেদের আগে সচেতন হতে হবে। মানতে হবে ট্রাফিক আইন। জনসচেতনতা বৃদ্ধি করতে প্রশিক্ষণ ও প্রচারণা বাড়াতে হবে। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত সন্তানদের বাইক কিনে দেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের সচেতন থাকতে হবে। এ ছাড়া সড়কের বিভিন্ন সমস্যা তুলে ধরেন বক্তারা। পাশাপাশি তারা এর সম্ভাব্য বিভিন্ন সমাধানের বিষয়ে আলোকপাত করেন।
যানজট নিরসন ও সড়কের শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে ‘ট্রাফিক ক্যাম্পেইন, সড়কে যানবাহন চলাচলের জন্য করণীয়’ শীর্ষক লিফলেট বিতরণ, ভবিষ্যৎ প্রজন্মকে সড়ক ব্যবহারে সচেতন করতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সমাবেশ, সড়ক নিরাপত্তা সংক্রান্ত শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মশালা, স্থানীয় প্রশাসন, সড়ক সচেতনতামূলক আলোকচিত্র প্রদর্শনী, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বিআরটিএ নোয়াখালী সার্কেলের কর্মকর্তারা। শিক্ষার্থীদের নিয়ে সেমিনার ও আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়।