ইঞ্জিনিয়ার মোশাররফ গ্রেপ্তারের খবরে বিএনপির আনন্দ মিছিল
সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেপ্তারের খবরে আনন্দ মিছিল করেছে মিরসরাই পৌর বিএনপি। আজ রোববার (২৭ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ আনন্দ মিছিল বের করে তারা।
এ সময় পৌর বিএনপির নেতা-কর্মীরা ইঞ্জিনিয়ার মোশাররফের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন।
আনন্দ মিছিলে নেতেৃত্ব দেন মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফোরকান উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, রিদোয়ান আহমদ, পৌর বিএনপির ২ নং ওয়ার্ডের সভাপতি চুট্টু কমিশনার, ৬ নং ওয়ার্ডের মনাই, ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সোহাগ মিয়া, ৬ নং ওয়ার্ডের সুমন শর্মা, পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসান, ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লা আল ফয়সাল, শাহাদাত হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন তুহিন, সদস্য সচিব শহিদুল ইসলাম, মিরসরাই সদর ইউনিয়নের যুবদলের সদস্য সচিব আবু ছালেক সোহেল, যুগ্ম আহ্বায়ক তারেক হোসাইন, জাহাঙ্গীর হোসাইন, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজাদ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন, সদর ইউনিয়ন ছাত্রদলনেতা মো. শহিদ প্রমুখ।
আনন্দ মিছিলে শেষে মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন জানান, মিরসরাইকে ত্রাশের রাজত্ব সৃষ্টি করেছেন এই ইঞ্জিনিয়ার মোশাররফ। বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে বিভিন্ন মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি করেছেন।
বিএনপির নেতাকর্মীদের দাবি, এই ইঞ্জিনিয়ার মোশাররফের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হোক।