শিশু ধর্ষণ মামলায় যুবকের ১০ বছর কারাদণ্ড

৬ বছরের এক শিশুকে চকলেট খাওয়ানোর কথা বলে ধর্ষণের অভিযোগে মো. নাসির (২৫) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।
রায়ে বিচারক আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছেন।
মামলার নথি থেকে জানা গেছে, কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি নাসির বিভিন্ন অজুহাতে ধর্ষণের শিকার ভুক্তভোগী শিশুকে আদর করতেন এবং চকলেট বিস্কুট কিনে দিতেন। ২০২১ সালের ২৬ নভেম্বর দুপুর ২টার পর আসামি নাসির ভিকটিমকে চকলেট খাওয়ানোর কথা বলে কামরাঙ্গীরচর থানাধীন দক্ষিণ মুন্সিহাটি নুরু বাবুর্চির বাড়ির পেছনে আলমগীরের খানা ভুলি কারখানার অফিস রুমের মধ্যে নিয়ে ধর্ষণ করেন। এ সময় ভিকটিম চিৎকার করলে একপর্যায়ে আসামি তাকে ছেড়ে দেন। ভিকটিম কান্না করতে করতে বাসায় এসে তার মাকে ঘটনাটি জানায়। পরে ভিকটিমের মা ও তার স্বামী আসামিকে ঘটনার বিষয়ে জিজ্ঞেস করতে গেলে তিনি পালিয়ে যান। এরপর পরিবার ভিকটিমকে প্রথমে কামরাঙ্গীরচর ডলফিন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিমকে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় মামলা করেন। মামলার পর ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।