গুম কমিশনে অভিযোগ ভুক্তভোগী ব্যারিস্টার আরমানের
আট বছর ‘আয়নাঘর’ থেকে মুক্তি পাওয়া জামায়াতের মরহুম নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম (আরমান) গুম হওয়ার অভিযোগ করেছেন। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) তিনি গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ দায়ের করেন, যার পক্ষে আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন উপস্থিত ছিলেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালের ৯ আগস্ট রাতে ব্যারিস্টার আরমানকে তার নিজ বাসা থেকে তুলে নেওয়া হয়। এ সময় তার স্ত্রী ও সন্তানদের সামনে থেকে টেনে-হিঁচড়ে সাদা মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। পরে তাকে একটি নির্জন কক্ষে ১৬ দিন বন্দি করে রাখা হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, গুম হওয়ার কয়েক মাস পর একজন প্রহরী গভীর রাতে তার সঙ্গে কথা বলতে এসে জানান যে, তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দিতে এবং চেনা না যাওয়ার জন্য মুখ ও হাত অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে হত্যার পরিকল্পনাকারীদের একজন বড় কর্মকর্তা সিলেটে একটি সন্ত্রাসী হামলায় নিহত হওয়ায় সেই পরিকল্পনা বাতিল করা হয়।
শেষ পর্যন্ত, গত ৬ আগস্ট মধ্য রাতে দীর্ঘ আট বছর পর তাকে উত্তরার দিয়াবাড়িতে মুক্তি দেওয়া হয়।