জাবিতে শিবিরের আত্মপ্রকাশ, প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ
নিষিদ্ধ প্রস্তাবের ৩৫ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আত্মপ্রকাশ করেছে ইসলামী ছাত্রশিবির। সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সংগঠনটির জাবি শাখা থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে আত্মপ্রকাশে আসে তারা। এরই প্রতিবাদে মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন প্রগতিশীল শিক্ষার্থীরা।
জাবি শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাকির সই করা বিজ্ঞপ্তিতে গতকাল রাতে জানানো হয়, সংগঠনটির সভাপতি হারুনুর রশিদ রাফি ও সেক্রেটারি হলেন মহিবুর রহমান মুহিব।
জানা গেছে, হারুনুর রশিদ রাফি জাবির প্রত্নতত্ত্ব বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী এবং মহিবুর রহমান মুহিব বাংলা বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী।
এদিকে শিবিরের তিন নেতার প্রকাশ্যে আসার ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রগতিশীল শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিলটি শুরু হয়। ক্যাম্পাসের কয়েকটি সড়ক ঘুরে শহীদ মিনারের পাদদেশে গিয়ে এটি শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
১৯৮৯ সালের ১৫ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৪২তম সিন্ডিকেট সভায় শিবির নিষিদ্ধের প্রস্তাবনা তোলা হয়। তবে দলটির নেতারা বলছেন, সেখানে শিবির নিষিদ্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং সভায় বলা হয়েছিল, শিবিরের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের আওতাবহির্ভূত হওয়ায় এ বিষয়ে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।