৬০ হাজার ছাড়াল ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা, মৃত্যু ৪
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ১৫৪ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৫৭৪ জন।
আজ বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪১৫ জন, ঢাকা বিভাগে ২২১ জন, ময়মনসিংহে ৪৪ জন, চট্টগ্রামে ১৩২ জন, খুলনায় ১৪৫ জন, রাজশাহী বিভাগে ৬৫ জন, রংপুর বিভাগে ৩৬ জন, বরিশাল বিভাগে ৯৪ জন এবং সিলেট বিভাগে ২ জন রোগী ভর্তি হয়েছেন।
যারা মারা গেছেন, তাদের দুজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা বিভাগ এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বুধবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫৬ হাজার ৫৭৪ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৯৬৬ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৯৫২ জন; আর ২০১৪ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৩৫ হাজার ২৫৭ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ৩১৭ জন। অক্টোবরের ৩০ দিনে ২৯ হাজার ৬৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ১২৭ জনের। এ বছর এক মাসে এটাই সর্বোচ্চ ভর্তি ও মৃত্যু।