৭ নভেম্বরের ইতিহাস জাতিকে জানতে দেওয়া হয়নি : জামায়াত আমির
আওয়ামী লীগ কখনো স্বচ্ছ রাজনীতি পছন্দ করেনি তাই দফায় দফায় জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের মতো কাজ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ইতিহাসের তাৎপর্যপূর্ণ একটি দিন। তবে এই ইতিহাস জাতিকে এতদিন জানতে দেওয়া হয়নি।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) জামায়াতের আমির এসব কথা বলেন। ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বড় মগবাজার আল ফালাহ মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী।
আলোচনা সভায় জামায়াতের আমির বলেন, বাকশাল কায়েমের মধ্য দিয়ে সকল গণমাধ্যমেরও কণ্ঠ রোধ করেছিল আওয়ামী লীগ। স্বচ্ছ রাজনীতি পছন্দ করে না বলেই আওয়ামী লীগ বারবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর দমন পীড়ন চালিয়েছে, নিষিদ্ধ করেছে।
জামায়াত আমির আরও বলেন, তারুণ্য সমৃদ্ধ একটা দেশ গড়তে চায় বাংলাদেশ জামায়াত ইসলামী। যেখানে শিক্ষা জীবন শেষে কেউ বেকার থাকবে না।