বিএনপির র্যালিতে নেতাকর্মীর স্রোত
ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র্যালি শুরু হয়েছে। আজ শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৩টা ৩৫ মিনিটে ভার্চুয়ালি উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র্যালি শুরু হয়। তার আগে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা প্ল্যাকার্ড, ব্যানার, ঢাকঢোল সমাবেত হন নয়াপল্টনে। রঙবেরঙের টি-শার্ট, টুপিতে বৈচিত্র্য ছড়াচ্ছে র্যালিতে। র্যালিটি নয়াপল্টন কার্যালয় থেকে শুরু করে নাইটিঙ্গেল, কাকরাইল মোড় হয়ে মৎস্যভবন মোড় ঘুরে শাহবাগ, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হবে।
র্যালিতে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু. প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী, কৃষকদল সভাপতি হাসান জাফির তুহিনসহ বিএনপির নেতাকর্মীরা।