প্রেসক্লাবে কিছু করে দিতে পারলে পরবর্তী প্রজন্ম আমাদের নিয়ে গর্ব করত : মোসাদ্দেক আলী
দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির চেয়ারম্যান ও বিএনপির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেছেন, ‘দীর্ঘদিন পর জাতীয় প্রেসক্লাবে সবার সঙ্গে একত্রিত হয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আজকে এখানে আসার জন্য যারা সুযোগ করে দিয়েছে। আমাদের সন্তানতুল্য ছাত্র এবং দেশের জনগণ, যারা স্বৈরাচারী শেখ হাসিনার হাত থেকে দেশকে মুক্ত করেছেন; তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাতীয় প্রেসক্লাবে যদি কিছু করে দিতে পারতাম, তাহলে পরবর্তী প্রজন্ম আমাদের নিয়ে গর্ব করত।’
আজ শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের অতিরিক্ত সাধারণ সভায় মোহাম্মদ মোসাদ্দেক আলী এসব কথা বলেন।
সভায় মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, প্রেসক্লাবে এলেই দেখি নিজেদের মধ্যে ভাগাভাগি, আলোচনা-সমালোচনা। এগুলো থাকা ভালো। কিন্তু, এটার একটা পর্যায় থাকা উচিত। এই প্লাটফর্মটা এমন একটা জায়গা, এখানে যদি আমরা ভালো কিছু একটা করার চেষ্টা করি তখনি…..। শুধু শুনতে পাই ১০তলা, ১২তলা, ২৫তলা ভবন হবে….। বাস্তবে কিছু হয় না। আমাদের কত সহকর্মী চলে গেছেন। একদিন আমরাও চলে যাব। এখানে যদি একটা কিছু করে দিতে পারতাম তাহলে, আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের নিয়ে গর্ব করত। আমাদের সবার দায়িত্ব এই ক্লাবকে কীভাবে তৈরী করব, সে ব্যাপারে সবার সহযোগিতা করা। সেই জায়গায় আমাদের সবার যে ভূমিকা রাখা দরকার, আমরা সেটা করব।