সচিবালয়ে প্রথমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ বুধবার (২০ নভেম্বর) প্রথমবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। এদিন বেলা ১১টার দিকে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ৬নং ভবনে মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের এই বৈঠকে সাইবার নিরাপত্তা আইন বাতিলের প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।
এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকগুলো হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে।
প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে আজ সচিবালয়ে নিরাপত্তা জোরদার করা হয়। সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।