সরকার সব ন্যায্য দাবি পর্যালোচনা করছে : শিক্ষা উপদেষ্টা
শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, শিক্ষার্থীসহ সকল পর্যায়ের নাগরিকদের ন্যায্য দাবি পূরণে সরকার কাজ করছে। গত সাড়ে ১৫ বছরে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের অনেকেই বঞ্চিত ছিলেন। সরকার সেগুলো নজরে নিয়েই সমাধানের চেষ্টা করছে।
শিক্ষার্থীদের রাজপথে না নেমে পড়শোনায় মনযোগী হওয়ারও পরামর্শ দেন শিক্ষা উপদেষ্টা।
আজ সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা এ কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন পেশার অসংখ্য সংগঠন তাদের দাবি দাওয়া নিয়ে রাজপথে নামে। এতে মানুষের চলাচলে অসুবিধা হয়।
শিক্ষার্থীদের কয়েকটি আন্দোলনের ঘটনা উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন, একটি কলেজের শিক্ষার্থীরা ট্রেনে হামলা করায় যাত্রীসহ শিশু আহত হয়েছে। এটা বড়ই বেদনাদায়ক। হামলা-পাল্টা হামলা ও ভাঙচুর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সব ঘটনার তদন্ত ও বিচার হবে।