পাবনায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা
পাবনায় জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং আহতদের নিয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে এ স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।
আন্দোলনে আহতদের পক্ষে বক্তব্য দেন সাব্বির হোসেন। অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ ইকবাল হোসাইন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, জেলা প্রেসক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান, সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, গণঅধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন মাস্টার, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি অধ্যাপক আরিফবিল্লাহসহ শহীদ ও আহতদের স্বজনরা।
স্মরণসভার শুরুতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।