দিনাজপুরে কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন
দিনাজপুরে হাড়কাঁপানো কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের কারণে মানুষের পাশাপাশি অন্যান্য পশুপাখিরাও বিপাকে পড়েছে। দিনাজপুর আবহাওয়া অফিস জানিয়েছে আজ শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে তাপমাত্রার পারদ নেমে এসেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, বাতাসের আদ্রতা ৯৩ শতাংশ। এই মৌসুমে দিনাজপুরে এই তাপমাত্রা সর্বনিম্ন। শীতের তীব্রতা আরও অনেক বেশি হবে। সেইসঙ্গে বয়ে যেতে পারে কয়েকটি শৈত্য প্রবাহ। দিনের বেলায় সূর্য উঠছে এবং ভ্যাপসা গরম বিরাজ করছে। তবে, গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত ঘন কুয়াশা, উত্তর দিক থেকে আসা হিমেল বাতাস ও কনকনে শীত বিরাজ করে।
শিশু বিশেষজ্ঞ ডা. মশিউর রহমান জানান, শীতজনিত রোগে শিশু ও বয়স্ক মানুষ শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।