বাংলাদেশকে সেবা দাসে পরিণত করতে চায় ভারত : মামুনুল হক
বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, ভারত সাংবিধানিক বাধ্যবাধকতার মাধ্যমে তাদের সংবিধানের মূলনীতিগুলো বাংলাদেশের সংবিধানের ওপর চাপিয়ে দিতে চায়। গোটা বাংলাদেশকে সেবা দাসে পরিণত করতে চায় তারা।
শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার নিলার মাঠে ওলামা পরিষদ আয়োজিত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ভারতের সংবিধান থেকে পাচার করা ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ দিল্লির ওপরে ট্রান্সফার করতে হবে। বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতাকে বাতিল করে আল্লাহর ওপর আস্থা, বিশ্বাস ও ঈমানের ধারা ফিরিয়ে আনতে হবে।
মামুনুল হক বলেন, আমাদের রাষ্ট্র ব্যবস্থার একটা জায়গায় তাবুকরা বসে আছে। রাষ্ট্রীয় সেই জায়গা থেকে এই তাবুকদের উৎখাত করতে হবে। ১৯৭০ এর নির্বাচনের সময় শেখ সাহেব (শেখ মুজিবুর রহমান) একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন। জাতিকে অঙ্গীকার করেছিলেন নির্বাচনে জয়লাভ করলে কোরআন সুন্নাহবিরোধী কোনো আইন করবেন না। ৭০ এর নির্বাচনে তিনি ঘোষণা দিয়েছিলেন এটা জাতির কাছে অঙ্গীকার ছিল, ওয়াদা ছিল। দুর্ভাগ্যজনক ৭২ সালে ভারতের চাপে বাংলাদেশের সেই অঙ্গীকার, সেই ওয়াদা বরখেলাপ করা হয়েছে। সংবিধানের মধ্যে ইসলামবিরোধী ধর্মনিরপেক্ষতা অন্তর্ভুক্ত করে সত্তরের নির্বাচনের ওয়াদার সঙ্গে গাদ্দারি করা হয়েছে।
মহাসম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মজলিসে দাওয়াতুল হকের আমির মুহিউস সুন্নাহ শায়েখ আল্লামা মাহমুদুল হাসান। সভাপতিত্ব করেন হযরতুল আল্লামা মাওলানা মুফতি মাহমুদুল হাসান।