নওগাঁয় অসহায় ও দরিদ্রদের মাঝে এনটিভির শীতবস্ত্র বিতরণ
মৌসুমের শুরুতেই শৈত্যপ্রবাহের কবলে উত্তরের জনপদ নওগাঁ। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। গরম কাপড়ের অভাবে ঘর থেকে বের হতে পারছেন না ছিন্নমূল, দরিদ্র ও অসহায় মানুষ। নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করছে ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। দিনরাতজুড়ে কুয়াশার সাথে থাকছে মৃদু বাতাস।
ঠিক সেই সময়ে তাদের পাশে দাঁড়িয়েছে এনটিভি পরিবার। নওগাঁর প্রত্যন্ত গ্রামে শীতার্ত অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করেছে শীতবস্ত্র। শীতবস্ত্র পেয়ে খুশি গ্রামাঞ্চলের সাধারণ মানুষ।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের প্রত্যন্ত পল্লী চাকলা বাজার এলাকায় বক্তারপুর ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয় কম্বল। যা পেয়ে খুশি ছিন্নমূল, দরিদ্র অসহায় মানুষ। শীতবস্ত্র পেয়ে সৃষ্টিকর্তার কাছে শুভকামনায় দুহাত তুলেছেন সবাই।
কম্বল বিতরণে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাথে ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়ন অফিসার। এনটিভির এমন মানবিক কাজে খুশি অতিথিরাও। ভালো কাজের অংশীদার হতে পেরে ধন্যবাদ জানান এনটিভির চেয়ারম্যানসহ এনটিভি পরিবারকে। ঠিক এভাবেই সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান অতিথিরা।
নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীকে ধন্যবাদ জানিয়ে বলেন, নওগাঁয় অত্যন্ত কনকনে শীতের মধ্যে মানুষ কষ্ট পাচ্ছে। এমন সময় এনটিভি পরিবার জনসাধারণের পাশে এসে দাঁড়িয়েছে। আগামীতে এনটিভি বক্তারপুর ইউনিয়নসহ নওগাঁ জেলার অন্য উপজেলাগুলোতেও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াবে বলে আশা করছি।
নওগাঁ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মাহবুবুর রহমান এনটিভি পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শীতের শুরুতে এনটিভি পরিবার এত সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করেছে। অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য এনটিভি পরিবার ও কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম রবীন শীষ এনটিভি ও তার কলাকুশলীদের ধন্যবাদ জানিয়ে বলেন, শীতবস্ত্র বিতরণে নওগাঁ সদর উপজেলাকে বেছে নেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। গত কয়েক দিন ধরে নওগাঁয় তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড হচ্ছে। সেই মুহূর্তে এনটিভি খেটে খাওয়া হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছে, এজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এনটিভি পরিবারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তাদের আগামীর পথচলা শুভ হোকে, এই প্রত্যাশা করছি।
শীতার্ত, অসহায়, ছিন্নমূল মানুষের পাশে প্রতিবছরই এমনভাবে এনটিভি দাঁড়াবে এমনটাই প্রত্যাশা স্থানীয় সাধারণ মানুষসহ অনুষ্ঠানে আগত স্থানীয় গণ্যমান্য ব্যক্তির।