রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফা প্রচারে রামপালে সমাবেশ
রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচারে জেলার রামপালে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে বাগেরহাটের রামপালের শরাফপুর কেরামতিয়া মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
এ সময় ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, তারেক রহমান বলেছেন বিএনপির প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে। সুতরাং আমাদেরকে সেই বিশ্বাস ও আস্থা ধরে রাখতে মিলেমিশে কাজ করতে হবে। তবে বিএনপির নাম ভাঙিয়ে কেউকে কোন ধরনের দুর্বৃত্তায়নের সুযোগ দেওয়া হবে না। আর তারেক রহমানের সকল নির্দেশনা মাঠ পর্যায়ে বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকার নতুন করে রাষ্ট্র গঠনে যে সংস্কার উদ্যোগ নিয়েছেন, তারই রূপরেখা দুই বছর আগে তারেক রহমান ঘোষণা দিয়েছেন। সুতরাং তারেক রহমান ঘোষিত এই ৩১ দফা কাজে লাগালেই দ্রুত নতুন রাষ্ট্র গঠন করা সম্ভব হবে। মূলত ৩১ দফা কী তা সকলকে জানানোর জন্য এ সমাবেশের আয়োজন।
এ সমাবেশে আরও বক্তব্য দেন রামপাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম ও সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামসহ অন্যান্যরা। এ সমাবেশের আয়োজন করে রামপালের বাইনতলা ইউনিয়ন বিএনপি।