পঞ্চগড়ে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে এনটিভির কম্বল বিতরণ
হিমালয়কন্যা খ্যাত শীত প্রবণ জেলা পঞ্চগড়ের দুস্থ অসহায় শীতার্ত মানুষের পাশে এগিয়ে এসেছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। বিতরণ করেছে ২০০ কম্বল। শীতের প্রকোপ শুরুর আগেই এনটিভির উদ্যোগে কম্বল পেয়ে খুশি শীতার্তরা। বস্তুনিষ্ট সংবাদ ও বিনোদনের পাশাপাশি মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসায় এনটিভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অতিথিরা।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, পরিবেশ আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম খায়ের, পঞ্চগড়ের জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, শিক্ষক মো. আলী হোসেন, গ্রাম বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্তি, সমাজসেবক মো. বাবুল হক, সাংবাদিক ফাহিম আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অতিথিরা এতিমখানার শিশু, পঙ্গু, দুস্থ, অসহায় ছিন্নমূল দরিদ্র মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন। এনটিভির কম্বল পেয়ে অনেকে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন। শীতার্ত মানুষের মুখে হাসি ফুটে ওঠে। তারা এনটিভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এনটিভি কর্তৃপক্ষের জন্য দোয়া ও আশীর্বাদ করেন। ক্রয়ক্ষমতার অভাবে উন্মুক্ত ও সামর্থ্যহীন গরীব, ছিন্নমূল মানুষের আগাম শীতের প্রস্তুতি নেওয়ার ক্ষমতা নেই। এর ফলে গাঁও-গেরামের গরীব-দুস্থ মানুষদের কষ্ট বাড়ছে। শীতবস্ত্রের অভাবে চরম দুর্ভোগে পড়া এসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এনটিভি।
সত্তোরর্ধ্ব ফজলে রহমান জানান, এনটিভি পরিবারকে ধন্যবাদ। আমাদেরকে খুঁজে খুঁজে কম্বল দিয়েছেন। এই শীতে কম্বলখানা গাঁয়ে দিয়ে শান্তিতে ঘুমাতে পারব।
আলেমা বেগম জানান, হামাক কাহ কম্বল দেয়নি। এনটিভি একটা কম্বল দিয়েছে আমি খুব খুশি।
আছিা খাতুন জানান, জারত শরীরত দিবার মত কিছু নাই, এনটিভির দো কম্বলডা খুব কাজত লাগিবে। আল্লাহ ওমাক আরও দিবার তৌফিক দোক।
বৃদ্ধা জমিরন নেছা জানান, সরকারি বেসরকারি কোনহঠে থেকে কম্বল পাউনি। জায় পাছে তে অনেকলা পাছে জায় পায় না তে একটাও পায় না। এইবার শীতত একটা কম্বল পাইছু। এনটিভির জন্য অনেক দোযা।
পেশাগত দায়িত্বের পাশাপাশি অসহায় মানুষদের পাশে সহায়তার হাত বাড়িয়ে মহৎ উদ্যোগ বলে জানিয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল এনটিভি পরিবারকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রতিবছরের মতো এবছরও বাংলাদেশের সর্বউত্তরের জেলা হিমালয়কন্যা পঞ্চগড়ের শীতার্তদের মাঝে এসে কম্বল বিতরণ করছেন। এনটিভি বাংলাদেশের সংবাদ পরিবেশন এবং বিনোদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে কম্বল বিতরণ করছেন এটা একটা মহতী উদ্যোগ। এনটিভির পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানগুলোও যেন ছিন্নমূল পরিবারের শীতবস্ত্র বিতরণে এগিয়ে আসেন এই প্রত্যাশা করছি।
পরিবেশ আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম খায়ের বলেন, পঞ্চগড়ের শীতার্ত মানুষের জন্য এনটিভি কর্তৃপক্ষ কম্বল পাঠিয়েছে। আজকে বিতরণ হচ্ছে। খুব ভালো লাগছে। সংবাদ বিনোদনের পাশাপাশি মানবিক এই উদ্যোগের জন্য পঞ্চগড়বাসীর পক্ষ থেকে এনটিভি কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা এধরনের আরও ভালো কাজ করবে এই প্রত্যাশা।
পঞ্চগড়ের জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ বলেন, বাংলাদেশের শীতলতম জেলা পঞ্চগড়। এখানে প্রচুর মানুষ শীতে কষ্ট পায়। সারাবছরই পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে। এনটিভি প্রতিবছর শীতার্তদের জন্য এগিয়ে আসে। এবছরও এনটিভির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হলো। সামাজিক দায়বদ্ধতা থেকে এনটিভি যে কম্বল বিতরণে এগিয়ে এসেছেন এজন্য এনটিভি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা।
স্থানীয় সমাজসেবক মো. বাবুল হক বলেন, পঞ্চগড়ের দুস্থ অসহায় বৃদ্ধদের মাঝে কম্বল বিতরণ করায় আমরা পঞ্চগড়ের মানুষ এনটিভির প্রতি কৃতজ্ঞ। শীতে কাতর সাধারণ মানুষের এই কম্বলটি অনেক উপকারে লাগবে।