আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে সরকার কাজ করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং সরকার আরও উন্নত করতে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনদিন উন্নতির দিকে যাচ্ছে।
আজ রোববার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
বিজয় দিবস, বড়দিন ও থার্টি ফার্স্টনাইট উদযাপন বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গুরুত্বপূর্ণ এ দিনগুলো উদযাপনের বিষয়ে সরকার আন্তরিক। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে যাবতীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বর সবাই যাতে ভালোভাবে উদযাপন করতে পারে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসমূহকে তাদের নিজনিজ দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে সভায় উপদেষ্টা পরিষদের সদস্যরাসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।