জেলের জালে ৩৩ কেজির জাবা ভোলা মাছ, ৩ লক্ষাধিক টাকায় বিক্রি
সুন্দরবনে এক জেলের জালে ধরা পড়েছে ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি জাবা ভোলা মাছ। গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা রেঞ্জের বাটুলা নদীতে মাছটি ধরা পড়ে।
গতকাল শনিবার সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারি গ্রামের জেলে দেলোয়ার হোসেন মাছটি নিয়ে এলাকায় ফিরেন। এরপর মুন্সিগঞ্জ জেলার রোহন মৎস্য আড়তের মালিক আবু মুসা মাছটি তিন লাখ ১২ হাজার টাকায় কিনে নেন।
জেলে দেলোয়ার হোসেন জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক স্টেশন থেকে পাশ নিয়ে তারা সুন্দরবনে মাছ ধরতে যান। গত বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা রেঞ্জের বাটুলা নদীতে মাছ ধরার সময় তাদের জালে জাবা ভোলা মাছটি ধরা পড়ে।
জাবা ভোলা মাছের ফুলকো জীবনরক্ষাকারী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় বলে জনশ্রুতি রয়েছে। তাই মাছটি এত চড়া দামে বিক্রি হয়।