জাতীয় স্মৃতিসৌধ থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক
ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ও তাঁর মেয়েসহ আওয়ামী লীগের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে গেলে ডিবি ও আশুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
এদের মধ্যে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে গুলি করে হত্যা এবং হত্যার ঘটনায় সাভার আশুলিয়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সেসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে আনার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার আহম্মদ মুঈদ জানান, নাশকতা ও বিশৃঙ্খলার অভিযোগে তাঁদের আটক করা হয়। তাঁদের নামে বিভিন্ন থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। সেসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।