নির্বাচন ছাড়া সংবিধানে সংযোজন-সংশোধন সম্ভব নয় : গয়েশ্বর চন্দ্র
‘নির্বাচন ছাড়া সংবিধানে সংযোজন, সংশোধন কোনোটাই সম্ভব নয়, সেই কারণে নির্বাচনটা জরুরি’ বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় খুলনা জিয়া হলে মহান বিজয় দিবসের শোভাযত্রাপূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচনের জন্য সংস্কারে কোনো আপত্তি নেই। কিন্তু নির্বাচনকে মূল লক্ষ্য করে সংস্কারের কাজ করতে হবে। নির্বাচন ছাড়া সংবিধানে সংযোজন, সংশোধন কোনোটাই সম্ভব নয়। সেই কারণে নির্বাচনটা জরুরি।
মহান বিজয় দিবস উপলক্ষে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান নিয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপি এ শোভাযত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল।
আলচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুসহ জেলা ও মহানগর আহ্বায়ক কমিটির নেতারা।