দুদিনে ডিএমপির ট্রাফিক বিভাগের ২৪৪৪ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুদিনে ২ হাজার ৪৪৪টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার (১৫ ডিসেম্বর) ও সোমবার (১৬ ডিসেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে এ মামলা করে। অভিযানকালে ৪৯টি গাড়ি ডাম্পিং ও ৪১টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।