টঙ্গীতে তাবলীগ জামাতের দুপক্ষের উত্তেজনা, ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানের দখলকে কেন্দ্র করে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ বুধবার (১৮ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার দিনগত রাতে টঙ্গীতে ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হন। এ ঘটনায় শতাধিত আহত হন।
তাবলীগ জামাতের মুসল্লিরা জানান, তাবলীগ জামাতের সাদপন্থিদের ২০ ডিসেম্বর থেকে জোড় ইজতেমা শুরু হওয়ার কথা রয়েছে। সে উপলক্ষে মুসল্লিরা আসতে থাকেন টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে। সেখানে জোর ইজতেমা শেষ করে মাঠ আগে থেকেই দখলে রাখেন তাবলীগ জামাতের অপরপক্ষ মাওলানা জুবায়েরের অনুসারীরা। গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে মাওলানা সাদের অনুসারীরা মাঠে প্রবেশ করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আহত হন বহু মুসল্লি। আহতদের উদ্ধার করে প্রথমে টঙ্গীর আহসানউল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহতরা হলেন—কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্দু গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া (৭০) ও ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকার বেলাল (৬০) ও বেলাল হোসেন (৫৫)।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে জানিয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দার বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।