কিষানিদের পরিবেশবান্ধব চাষাবাদ শিক্ষা
সোন্দ্রম। কুমিল্লার বুড়িচং উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম। এ গ্রামে শুরু হয়েছে কিষানিদের ‘পার্টনার ফিল্ড স্কুল’। আজ বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় স্কুলটিতে উৎসবের আমেজ। বিশ্ব ব্যাংক ও জাতিসংঘের প্রতিনিধিদের আগমনে এ উৎসব।
আয়োজন করে বুড়িচং উপজেলা কৃষি অফিস।
স্কুলটিতে কিষানিরা নাটক আর গানের আনন্দময় পরিবেশে শিখেন পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও পরিবেশবান্ধব চাষাবাদ।
বিশ্ব ব্যাংকের সহায়তায় স্কুলটি পরিচালিত হয়। সপ্তাহে একদিন তিনজন প্রশিক্ষক ২৫ জন কিষানিকে পুষ্টি উন্নয়ন ও পরিবেশবান্ধব চাষাবাদ শেখান। সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে ১০ সপ্তাহ।
সরেজমিন গিয়ে দেখা গেছে, সোন্দ্রম গ্রামের একটি বাড়িতে সাজ সাজ রব। বাড়ির বাইরে কলাগাছ দিয়ে তৈরি বাহারি ফুলের গেইট। ভেতরে সামিয়ানা টানানো প্যান্ডেল। প্যান্ডেলের এক পাশে অতিথিরা অন্য পাশে কিষানিরা। অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছে গ্রামবাসী। এ সময় পুষ্টি উন্নয়ন ও পরিবেশবান্ধব চাষাবাদ নিয়ে নাটিকা ও গানের আয়োজন করা হয়। প্রদর্শন করা হয় পুষ্টিকর খাবার। এরমধ্যে ছিল, মাশরুম, ফল, শাকসবজি, মসলা, দুগ্ধ জাতীয় খাবার। এরপর এ গ্রামের পাশের রামপুর গ্রামে বিভিন্ন জাতের ধানের বীজ ও বীজতলা পরিদর্শন করেন তাঁরা।
স্কুল পরিদর্শনে এসেছেন বিশ্ব ব্যাংকের সিনিয়র কৃষি অর্থনীতিবিদ ইনকামিং (টিটিএল) আমাদউ বা, সিনিয়র সামাজিক সুরক্ষা বিশেষজ্ঞ মো. আখতারুজ্জামান, জাতিসংঘের টেকনিক্যাল এফএও রানি হালদার ও আবু আহমেদ মোকাম্মেল হক।
এ সময় বক্তারা বলেন, আমরা সত্যিই আনন্দিত। চমৎকার একটি আয়োজন করেছেন আপনারা। আমরা আশা করব পুষ্টিকর খাবারের মাধ্যমে নিজেকে গড়ে তুলবেন। নিজে উদ্যোক্তা হোন ও পরিবেশবান্ধব চাষাবাদ শিখে অন্যকে শেখান। আমরা আপনাদের এ কাজে যুক্ত হতে পেরে আনন্দিত।
এ সময় উপস্থিত ছিলেন পার্টনারর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের উপপরিচালক কৃষিবিদ আইউব মাহমুদ, পার্টনারের প্রোগ্রাম ডিরেক্টর ড. গৌর গোবিন্দ দাশ, সিনিয়র মনিটরিং অফিসার সারোয়ার জামান, বুড়িচং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোসা. আফরিনা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিকুর রহমান প্রমুখ।