চিকিৎসার অর্থ জোগাতে ব্যাংক ডাকাতির চেষ্টা, খেলনা পিস্তলসহ আটক ৩
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে আলোচিত ডাকাতির ঘটনায় খেলনা পিস্তলসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী। তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ৮টায় ঢাকা জেলার পুলিশ সুপার আহমদ মুঈদ কেরানীগঞ্জ মডেল থানা অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আটক তিনজন হলেন মোহাম্মদ লিয়ন মোল্লা ওরফে নীরব, মো. আরাফাত ও সিফাত। এদের মধ্যে একজন গাড়িচালক, বাকি দুজন ছাত্র বলে জানা গেছে। মো. লিওন মোল্লা ওরফে নীরবের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ডুমুরিয়া গ্রামে, আরাফাতের বাড়ি কেরানীগঞ্জের খালপাড় এলাকায় এবং সিফাত দক্ষিণ কেরানীগঞ্জ থানার তাবিয়াতুল উম্মাহ মাদ্রাসার ছাত্র।
পুলিশ সুপার জানান, এই ঘটনা উদ্ধার করা হয়েছে নগদ ১৮ লাখ টাকা, চারটি খেলনা পিস্তল, দুটি চাকু, একটি লোহার পাইপ, একটি কালো স্কুল ব্যাগ, তিনটি মাস্ক, তিন জোড়া হ্যান্ড গ্লাভস ও তিনটি কালো চশমা।
পুলিশ সুপার আরও জানান, তাঁরা একজন রোগীকে বাঁচাতে এই কর্ম করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তবে পুলিশ বিস্তারিত তদন্ত করে এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না এবং তাঁদের ব্যাংক ডাকাতির উদ্দেশ্য আসলে কী—এসব বিষয় নিয়ে বিস্তারিত তদন্ত করা হবে।
এ দিকে খেলনা পিস্তল নিয়ে ভয় দেখিয়ে ব্যাংক ডাকাতির চেষ্টার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী অবিলম্বে এই এলাকার সব ব্যাংকসহ আর্থিকপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে।