নিরাপদ বাংলাদেশ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দফা
নিরাপদ বাংলাদেশ গঠনে সরকারের কাছে চার দফা দাবি পেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ রোববার (২২ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলমের কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি তুলে ধরেন ছাত্র আন্দোলনের নেতারা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক বিভিন্ন গুপ্তহত্যা ও হামলার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে সারাদেশের ছাত্র সমাজ। অতীতে বেশকিছু ইস্যুতে রাষ্ট্রের দায়িত্বশীলদের নমনীয়তাকে আজকের পরিণতির কারণ হিসেবে দেখছে ছাত্ররা। এ অবস্থায় রাষ্ট্রের নিরাপত্তা জোরদার করে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য তারা চার দফা পেশ করেন।
এসব দফার মধ্যে রয়েছে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে এরসব হত্যাকাণ্ডের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগ কিংবা বিগত হাসিনা সরকারের দোসরদের কোনো যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখতে হবে।
প্রতিটি থানায় টহল জোরদার করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আশেপাশে নিরাপত্তা জোরদার করতে হবে। প্রতিটি ওয়ার্ড এলাকায় পাহারা জোরদার করতে হবে।
ছাত্রলীগকে নিষিদ্ধকরণের পরও এই সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট অনলাইনেও বা গোপন গ্রুপে কার্যক্রম চালাচ্ছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।
পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন কাওসার হাবিব, ফারাবি জিসান, মো. মুহতাসিম ফুয়াদ, আয়াতুল্লাহ বেহেশতি, আবদুর রাজ্জাক বিন সুলাইমান, জানে আলম অপু, মাহমুদা সুলতানা রিমি, জাকির হোসেন মঞ্জু প্রমুখ।