গ্রেপ্তারের পর থানা থেকে পালালেন ওসি
উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন শাহ আলম। গতকাল বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে তাকে কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানায় আনা হয়। কিন্তু আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে তিনি থানা থেকে পালিয়েছেন।
বৃহস্পতিবার রাতে বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেন উত্তরা পূর্ব থানার বর্তমান ওসি মুহাম্মদ মহিববুল্লাহ।
মুহাম্মদ মহিববুল্লাহ বলেন, ৫ আগস্টের আগে শাহ আলম উত্তরা পূর্ব থানায় ওসি ছিলেন। এরপর তাকে কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পোস্টিং দেওয়া হয়। সেখান থেকে আমরা তাকে গ্রেপ্তার করে ঢাকায় আনি। আজ দুপুরে তাকে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছিল। সে সময় তিনি পালিয়েছেন।
ওসি বলেন, এ ঘটনা জানাজানি হলে ডিএমপির একাধিক টিম শাহ আলমকে গ্রেপ্তার অভিযানে নেমেছে। আমরা আশা করছি, দ্রুতই তাকে আবার গ্রেপ্তার করতে পারব। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে একজন এএসআইকে বরখাস্ত করা হয়েছে।
তবে ওই এএসআইয়ের নাম জানা যায়নি।
মুহাম্মদ মহিববুল্লাহ বলেন, ছাত্র-জনতার আন্দোলনে তার বিতর্কিত ভূমিকা ছিল। সেই অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
জানা গেছে, ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। গত ২ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন তিনি। গত ২ সেপ্টেম্বর শাহ আলমের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় গতরাতে তাকে গ্রেপ্তার করা হয়।