নিলামে একটি পাকা আম ১৬০০ টাকায় বিক্রি
কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনার একটি মসজিদে নিলাম ডাকের মাধ্যমে একটি আম বিক্রি হয়েছে ১ হাজার ৬০০ টাকায়। আজ শুক্রবার (১০ জানুয়ারি) জুমা নামাজের পর উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা পশ্চিমপাড়া বায়তুল আমান জামে মসজিদে এই নিলাম হয়।
নিলাম আমটি এই দামে কিনেছেন ওই মসজিদেরই ইমাম মাওলানা মাসুম বিল্লাহ।
ইমাম মাওলানা মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতি শুক্রবার জুমার নামাজে মুসল্লি সমাগম বেশি হয় বলে অনেকেই দান হিসেবে বিভিন্ন দ্রব্য সামগ্রী নিয়ে আসেন। পরে সেই বস্তুটি প্রকাশ্যে উম্মুক্ত নিলামে বিক্রি করা হয়। মসজিদের মুসল্লিরা আল্লাহর রহমতের আশায় বেশি দাম দিয়ে কিনে নেন। প্রাপ্ত টাকা মসজিদের উন্নয়নকাজে ব্যয় করা হয়।
ইমাম আরও বলেন, আজ আক্তার হোসেন নামে একজন মুসল্লি একটি গাছপাকা আম নিয়ে আসেন। আমিও নিলামে অংশ নিয়ে বরকত ও সওয়াবের আশায় সর্বোচ্চ দামে আমটি কিনে নিই। আম ছাড়াও আজ এক হালি ডিম ২০০ টাকায় নিলামে বিক্রি হয়েছে।
এ ছাড়া গত শুক্রবার একটি লেবু ৪০০ টাকায় একজন মুসল্লি নিলামে কিনে নেন।