কিশোরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের জমিতে ছিটকে পড়ে। ছবি : এনটিভি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দ্রুত গতিতে চালানো মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন। আজ রোববার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মঠখোলার নতুন বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত রিহাদ (২০) উপজেলার এগারসিন্দু ইউনিয়নের চরখাম গ্রামের প্রবাসী আসাদ মিয়ার ছেলে অপর নিহত যুবক পলাশ (১৮) একই গ্রামের হোটেল ব্যবসায়ী কামাল হোসেনের ছেলে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন স্থানীয় এলাকাবাসীর সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের জমিতে ছিটকে পড়ে। এরপর ঘটনাস্থলেই দুজনের মত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।