খাগড়াছড়িতে অস্ত্রসহ মগ লিবারেশন পার্টির কালেক্টর আটক
খাগড়াছড়ির মানিকছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অপ্রুচাই মারমা (৩০) নামে এক কথিত মগ লিবারেশন পার্টির কালেক্টরকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার গরমছড়ি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক অপ্রুচাই মারমা উপজেলা সদর ময়ূরখিল এলাকার মংপ্রু মারমার ছেলে।
পুলিশ জানায়, আকট অপ্রুচাই মারমা বেশ কিছুদিন ধরে উপজেলার গরমছড়ি এলাকায় কথিত মগ লিবারেশন পার্টির কালেক্টর পরিচয়ে সেখানে অবস্থান নিয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছিলেন। সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে অপ্রুচাই মারমাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পিস্তল, তিন রাউন্ড এ্যামো, একটি অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক অপ্রুচাই মারমা কথিত মগ লিবারেশন পার্টির সদস্য বলে স্বীকার করেছেন। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছেন তিনি।